কবিতা তুমি হৃদয়ের ঋণ
প্রেয়সীর বুঝাপড়া
মেঘলা আকাশে ঘুড়ঘুড় ডাকে
বৃষ্টির সাধ একান্তে অনুভব করা।


কবিতা তুমি আবছা আঁধারে
প্রেমিক-প্রেমিকা জুটি
উষ্ণ আলিঙ্গন ফাঁকে প্রেমিকার খুনসুটি।
তেঁতুল রসে ফোসকার সাথে
লঙ্কার গুড়োঃ
রাত্রি গভীরে যায়, আর নয়-
আহ! এবার আমারে ছাড়ো।


কবিতা তোমার চেনামুখ
বর্ধিষ্ণু ফসলের মাঠ
কে পারে থাকিতে বিরত, কীট-পতঙ্গ
মহেষ গরু- আগাছা দূর্বাঘাস?
মাড়ায়ে গিয়েছে কত
পথচারী, পথিক, পালকী বন্যার জল
তুমি দূর্বার
তুমি নির্বার,তুমি অবিচল।


তোমার জমিনে কত নিলো ঠাঁই
রবীন্দ্র-জীবননান্দ-কবি নজরুল
নিরাশ করোনি মহান
তুমি মহাজাগতিক বুলবুল।
তোমার উচ্ছাসে করিয়া ভর
সেকাল জাগালে স্পন্দন
একালে গড়ি সেতুবন্ধন।