কবিতার সাথে মিত্রতা নেই শত্রুর
যে খুঁজে (গড়ে) সম্পর্ক,সে সততই ভঙুর
আজন্ম শত্রু খোঁজা যার কাজ
সে আজ বড্ড লাজুক,বেড়ে গেছে তার লাজ
সহসা মাড়ায়না বিপদসংকুল পথ
অংক কষে হিসাব নিকাশ শেষে চালায় সে রথ
সেই শব্দেরা যেন পরাজিত, যুদ্ধাপরাধী। যেন
চর জাগা পথহারা স্রোতসৃনী নদী।
কবিতা, তুমিতো শ্রেষ্ঠ পরিকল্পনাবিদ
শব্দের ড্রেজারে শূণ্যেও লাগাতে পারো অর্কিড
পৃথিবীজুড়ে স্বরাজে হিংসা যুদ্ধ অকালপুষ্পমন্ডকতা
জাগিয়ে তুলো রেঁনেসা গড়ো, বাঁচাও মানবতা।
নির্ভিক তুমি,সত্যনিষ্ঠ তুমি, তুমিই মনুষত্বের ভগবত
বস্তুনিষ্ঠ কল্যানই তোমার ব্রত
তুমি দূরদর্শী, তুমি ইস্রাফিলের বাঁশি
তুমিই ঠেকাতে পারো- পৃথিবীর সকল সর্বনাশী।