শব্দের ব্যাকরণ আছে, আছে ভাষারও
কিন্তু মানুষের ব্যাকরণ নেই। কারণ-
ব্যাকরণতো মানুষের সৃষ্টি। তাই মানুষ যে যার মত অথবা মানুষের ব্যাকরণ মানুষের মস্তিষ্কের ফসল।
বিশেষ্য বিশষনের বালাই নেই। তাইতো মানুষ মানুষকে আখ্যায়িত করে-
শরণার্থী,উদ্বাস্ত,অভিবাসী, ছিন্নমূল, ধনী-গরীব আরও কত কী।
কি আশ্চর্য ! কুকুরের ব্যাকরণ আছে। আছে পশু পাখিরও
বেওয়ারিশ,প্রভুভক্ত,জংলী; দোয়েল শালিক পরিযায়ী এবং রংয়ের ব্যাকরণ।
তবে হ্যাঁ মানুষেরও ব্যাকরণ হয় এক সময়
ক্ষণিকের তরে, মানুষই তখন মানুষকে সাজায় বাকধারায়- শুধু লাশ হলে।