আগ্নীঝরা মার্চ একাত্তর
উত্তাল পাকিস্তান
স্বপ্ন দিলেন গেঁথে শেখ-
মুজিবুর রহমান।


ছয় দফার ভাব মর্ম বুঝে
পিন্ডি উঠলে কেঁপে
ইয়াহিয়া গিয়ে ধরে টিক্কার
হাত দু’খানা চেপে।


কি করি এই পরিস্থিতির
ঢাকা যে যায় ছুটে
সৎ মায়ের পুত ভুট্টো বলে
ভেবোনা কেউ মোটে।


অধিবেশন স্বপ্নতে থাক
মার্শাল’ল হোক জারী
লক্ষ হাজার পাক সেনাদল
ঢাকায় জমাও পাড়ি।


অসহযোগ আন্দোলনে
পূর্ব পাকিস্তান
সাত মার্চে শেখ বার্তা দিলেন
রেসকোর্সের ময়দান।


যার যা কিছু আছে নিয়ে
তৈরী সবাই থেকো
ভাত পানিতে মারবো পাকি
এই যা মনে রেখো।


ভাল থেকো সোনার বাংলা
প্রিয় মাতৃভূমি
সভা তখন উঠলো গেয়ে
বঙ্গবন্ধু তুমি।