ভয়ে কাঁপে পিত্ত্ব
এসে বলে ভৃত্য।
ক্যানরে! কিসে ভয়
হবে নাকি হয় হয় ?
বিষয় এক কর্তা
দেখি গড়পরতা।
সে কি ! বল দিকি?
বিস্তৃতি যারপর
ঘটছেতা পরপর।
নেই যেন নিস্তার
সবখানে বিস্তার।
আহা ! বলে ফেল-
শুনে পাই স্বস্তি
তা কি ঐ বস্তী?
কর্তায় কী যে কন
বস্তী কি হয় বন ?
রাজধানী রাজপথ
নেকড়ে পেতে ওৎ।
দেখ দেখ মেয়েটা
ধরে দেয় ঝাপটা।
তারপরে বদমাশ
বুক ভরে নেয় শ্বাস।
চোখ ঢাকে লজ্জা
ঝোঁপে ফুলশয্যা।
বাস ছুটে হন হন
হেলপার করে পণ।
যা হোক কপালে
বুঝবো সকালে।
যাত্রী একা সে
সাক্ষী হবে কে ?
যেই কথা সেই কাজ
নেই ভীতি নেই লাজ।
নিস্তেজ হলে পর
মরে গেছে ধর ধর।
নির্জন দেখে স্থান
লাশ ফেলে প্রস্থান।