শরৎ মেঘে করছে খেলা আকাশজুড়ে ঐ
পটে আঁকা শিল্প দেখে চোখ জুড়ায়ে লই।
এমন মধুর আকাশ বলো কোথায় গেলে পাই
জন্মভূমি বাংলা তোমার নাই তুলনা নাই।


যার আকাশে ষড়ঋতুর বিচিত্র দর্পন
আবেশ কুড়ে মর্তলোকে পুজা আর পর্বন।
ভক্তকূলে পড়ছে সাড়া করতে সম্ভাষণ
সারদ তিথীর পূণ্যক্ষণে মায়ের আগমন  


শরৎ এলে কাশের বনে শুভ্র শাদা ফুল
শিউলি ফোটে পাঁপড়ি মেলে হরিষে খায় দোল।
শিশির ফোটা দূর্বা ডগায় মুক্তদানা চুল
আশীর্বাদের ঝর্ণাধারায় প্রীত মানবকূল।