রোজা আসে রহমত নিয়ে
বরকত বহমান
এই মাসেরি প্রতীক্ষায় রয়
তামাম মুসলমান।
নেকী কামাই পাপ বিমোচন
করতে বিলোল মন
নাই পানাহার নাই বিনোদন
ধৈর্যে কাটে ক্ষণ।
সহনশীল আর উদারতা
সত্য ন্যায়ের গান
গাওয়ার তরে ধরায় এলো
এই মাহে রমজান।
কিন্তু এ কী! দেখি কতেক
সাধু মুসলমান
দাম বৃদ্ধিতে  ফায়দা নিতে
অধিক পেরেশান।
কেন অবুঝ ! বুঝিসনে তুই
এ নয় রোজার শান
রোজার মানে ত্যাগ তিতীক্ষা
পাপের অবসান।