অখাদ্যে ভরা কবিতার পাতা
নষ্ট কবির গলিত লাশ
স্টেডিয়ামে আকাশচুম্বী প্রত্যাশায় ঘাম ঝরায়
নামিদামি ফুটবলার-একটি কাঙ্ক্ষিত গোলের আশায়।


অন্যচিত্র ব্রাজিলের রাজপথে
পতিতা বালিকা,দালাল আর ভিনদেশী খদ্দর
দর কষাকষি শেষে বিধ্যস্ত শরীরে
ভোরের সূর্ষে লজ্জার আবরণ
ফুটে উঠে নষ্ট কবির কষ্টে লিখা কবিতায় ।


শেষ বাঁশি বাজলে
হিসেব মেলে জয়-পরাজয়
পরিশ্রান্ত খেলোয়াড় বাড়ির পথ ধরে
পারিশ্রমিকের কাড়ি কাড়ি টাকায় মেটে মনের খেদ
পর্যুদস্ত পরাজিতজন
শেষ ভরসা প্রেয়সীর রঙিন চুম্বন।


কবির খাতায় তখনো পড়ে থাকে অগণিত
অবাঞ্চিত যত শব্দমালা
ভীড় জমায় মনের আঙিনায়
তবু গলিত লাশের উপর পদচারণ অনুভব করেন কবি
পতিতা বালিকার হাতে বিদেশী খদ্দরের দেয়া
এক বান্ডিল ডলার
ফুটবলারের উচ্ছ্বাসিত শৈল্পিক গোল।