বৃষ্টি যদি মিষ্টি হতো
পড়তো আকাশ ফেটে
খাল-নদী-বিল জল কি পেতো
মানুষ নিতো বেটে ।


মানুষ যদি হাঁটতো হাতে
পা দু’খানা তুলে
কেমন করে বলতো কথা
মুখখানি তার খুলে ।


গরু যদি হাম্বা ছেড়ে
বলতো কথা মুখে
দুধ খাওয়াটা কঠিন হতো
সত্যি দিতো রুখে।


ফল যদি গাছ থেকে পড়ে
উপর চলে যেতো
মানুষ তখন চিনতো কি ফল
ফল নামে কি খেতো ।


এসব যদি অমোঘ বিধি
সৃষ্টির আজব খেলা
সত্যি যদি উল্টো হতো
বুঝতো মানুষ ঠেলা ।