সত্যেন্দ্রনাথ সংগোপনে
স্বপ্নে এসে কয়
পড়ে দেখি তোমার ছড়া
মোটে মন্দ নয়।


এই কথাটি ঘুনাক্ষরে
জানলে সুকুমার
আস্ত আমায় রাখবেনা আর
ভেঙে দেবে ঘাড়।


কেউ দেখিনি রবির উদয়
হঠাৎ হলে তায়
সত্য নহে সত্য নহে
আজও সেরা রায় ।


কোন সাহসে তোমরা করো
মুসলমানের জয়
গফুর ছাড়া মোদের লেখায়
কোথায় যবন রয় ?


বন্ধ করো সত্যেন তুমি
বলছি খবরদার
জেনো রাখো আজও আমি
বাঙাল জমিদার ।