(১)
কিশোরী প্রেম দিয়েছিল গো আমায় ভরিয়া
মনপ্রাণ মম কেড়েছিলি ছলনা করিয়া
আজও দেখি গোধুলিলগ্নে কে যেন সেথায়
অপেক্ষার প্রহর গোনে ঘোর আঁধারে বসিয়া ।
(২)
ক্লান্ত বিকেলে শ্রান্ত কিশোর বল নিয়ে হাতে
নির্জন পথে নেশায় মত্ত হয়ে আঁধার রাতে
কাঁকনের রিনঝিন শুনে চিত্ত উঠিলে নেচে
প্রেমের জোয়ারে কাছে ডেকে হাত ইশারাতে ।
(৩)
সেই শুভক্ষণ আকাশে সেদিন উঠেনি তারা
পাখিও নিয়েছিল ঠাঁই বুঝিয়া বিষম তাড়া
কোলাহল বিনা ফিসফিস করে হয় কতকথা
প্রতিশ্রুতি কেন তবু আজও রয় নীড়হারা ।
(৪)
ভাঙার শব্দে আর শঙ্কা আসে না মম মনে
সেই নির্জনপথ গোধুলি রয়েছে যে মোর সনে
বিকিকিনি শেষে জমার খাতায় শুণ্য হিসেব
তবু ভাবি তুমি নিছো মোর নাম সঙ্গোপণে ।