নষ্ট পথে হাঁটছি যত
হামাগুঁড়ি দিচ্ছি তত,
বারবণিতার পদলেহন
বিরাঙ্গনার সাতটি কাহন।


আঁকা-বাঁকা চোরাগলি
চোর বেটা চেরাগালি,
উঠছে যত অট্টালিকা
দেখছে বসে পিপীলিকা।


সংযম আর সান্তনা নেই
হারিয়ে ফেলি শুধুই খেই,
বক্র-চক্র পান্থ মাঝে
নাট-নাটুয়া কত সাজে।


পীর-ফকিরের তাবিজ আনি
টানছে যে কেউ শুধু ঘানি,
আপন ভূবন অনুরাগে
ফুটবে কি ফুল অনুরাগে ?


কানাছেলে পদ্মলোচন
পাপের বুঝি হয়না মোচন,
পঙকিলতায় ডুববি যখন
রচিনে তোর আপন ভূবন ।