যাসনে গো সই জল যমুনায়’
যাসনে বৃন্দাবন
কদমতলায় কৃষ্ণ-কালায়
বানায় তপোবন ।।


যমুনার ঐ জলরাশি
ছুটছে কেমন হাসিহাসি’
সাগর সনে মধুর মিলন
করতে আলিঙ্গন ।
যাসনে বৃন্দাবন  ।।


ধ্যান থাকেনা যোগ আসনে
মন ভরেনা রাধা বিনে
বাঁশির সুরে মন উচাটন
খুঁজে আপনজন ।
যাসনে বৃন্দাবন  ।।


শোনরে সখি খুলরে আঁখি
সাজিয়ে নে তোর সুরা সাকি
রাধে রাধে জপে কালায়
ছেড়ে সিংহাসন।
যাসনে বৃন্দাবন ।।


কালার বাঁশির মধুর সুরে
রাধিকার মন রয় না ঘরে
ওরে কৃষ্ণকালার চরন তলে
চায় যে সমর্পন ।


যাসনে গো সই জল যমুনায়
যাসনে বৃন্দাবন,
ও সই কদমতলায় কৃষ্ণ-কালায়
বানায় তপোবন ।।