আবার যদি জীবনটারে শোধরে নেয়া যেতো
তোমায় নিয়ে ঘর বান্দিতাম পাখির নীড়ের মতো ।


স্বপ্নগুলো ছুটতোনা আর
তেপান্তরের মাঠে
ভালবাসার ডিঙি সদা
থাকতো বান্দা ঘাটে ।
দু’জন মিলে ডিঙে যেতাম পাহাড়-পর্বত যত
আবার যদি জীবনটারে শোধরে নেয়া যেতো।।


হাতখানি দাও বলে তুমি
আসতে আমার কাছে
তোমার পরশ পেয়ে আমার
মনটা উঠতো নেচে।
রাত জাগিয়া বনের পাখি গান করিত কত
আবার যদি জীবনটারে শোধরে নেয়া যেতো।।


বৃষ্টি পড়া পাতার ধবনি
তুলতো অনুরাগ
তোমায় পেয়ে ভুলে যেতাম
জীবনের বিরাগ।
অনন্তকাল পাড়ি দিতাম কেউনা মোদের পেতো
আবার যদি জীবনটারে শোধরে নেয়া যেতো।