মেঘমালারা কেমন আকাশে ঘুরে বেড়ায়
ছুটে যায় এখানে-ওখানে দিনে রাতে-
উত্তর-দক্ষিণ অথবা পাহাড়ের চুড়ায় ।
ঠিকানাহীন পথচলা ।


আমারও ইচ্ছে জাগে- চলে যাব ;
ইচ্ছে হয় কোথাও যাওয়ার যখন-তখনঃ
ঠিকানায় অরুচি আমারও মেঘেদের মত ।


হারিয়ে যেতে ইচ্ছে জাগে আকাশের সীমাহীন নীলিমায়,
যেখানে স্বপ্নেরা খেলা করে দিগন্তব্যাপী
মেঘশিশুদের কান্নার আওয়াজ-
হঠাৎ ঝর-ঝরিয়ে বৃষ্টি হয়ে নিম্নমূখী নতজানু ।
মাটিতে, গাছের পাতায়, টিনের চালে
টপটপ আছড়ে পড়ার শব্দ ।


অতঃপরঃ আবার পথচলা দ্রুতবেগে-
কান্না পিছে ফেলে
খাল বিল নদী-নালা সাগর মহাসাগর সাঁতরিয়ে
আবার নীলাকাশে হারিয়ে যাওয়ার
এক অনন্ত পথচলা ।