শব্দের মালায় সাজানো বাসরে
উদয় হইলে রবি
কবিতার মাঝে কাব্যের লুকোচুরি শেষে
প্রেম উঠিলো জাগি ।


সাগরতলের মুক্তোরা এসে সহসা করিলে ভীড়
স্বপ্নেরা খোলা বাতায়ন পথে
খুঁজে নিলো অস্থায়ী আপনার নীড়
সহাস্য বদনে তুমি দেখিয়া বাসর
চপল চাহনি ফেলে ভরিলে তব অস্থির অন্তর।


আপনার রূপে বিমোহিত তীর
উচ্ছ্বাসে করিয়া ভর
মন্দাকিনীর কিনার সাজিলো যেন
এক অপরূপ স্বর্গীয় সরোবর।


হাতে হাত রাখি পাশাপাশি বসি
কেদারায় হেলান দিয়া
গিলমান-হুর আসিলো বুঝি শরাব পাত্র নিয়া।
রেশমী পরিধেয় বসন
আম্বর-কস্তুরী মেখে গায়
কলকল রবে স্রোতধারা ছুটে ঐ শোনা যায় ।