ভাবসাগরে ভাসাই তরী
দিবানিশি খুঁজে ফিরি
পার করিয়া নিও দয়াল, কুদরতে তোমার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।


উঠছে মনে শংকা ভারী
দয়াল তুমি হও কাণ্ডারী
তোমার কৃপায় দূর করিও নিশি-অন্ধকার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।


বালুচর শাহ মন বান্ধিয়া
কাতর হয়ে কয় কান্ধিয়া
অসীম তোমার দয়া মাওলা মহীমা অপার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।


হিসাবে মোর শুণ্য জমা
চাইগো দয়াল তব ক্ষমা
রহমতের নদীয়া মাওলা তুমি পরোয়ার
তুমি ছাড়া দু’জাহানে কে আছে আমার ।