লঞ্চডুবি বাস এক্সিডেন্ট বলবো কত আর
বছর বছর ঘটছে দেখি একই সমাচার ।
দূর্ঘটনা বাংলাদেশ ঘুরে ফিরে আসে
মহাসড়ক হাওর বিলে লাশের সারি ভাসে।
বাংলাদেশে সবই মিলে ছাড়লে শুধু টাকা
পাহাড় সমান অপরাধ সব যায় সহজে ঢাকা।
মরণ বালাই বারেবারে সামলে সাধারণ
প্রতিকার এর হয়না কোন যেন তা বারণ।
পদ্মা-মেঘনা মহাসড়ক পেতে মরণ ফাঁদ
আর কত লাশ পড়লে জলে মিটবে মনের সাধ।
স্বজনহারার আহাজারি পদ্মা-মেঘনার তীরে
আপনজনের লাশ খুঁজে যায় আমজনতার ভীড়ে।
নেই প্রতিকার নেই সমাধান এভাবে কী চলে
চোখ থাকিতে অন্ধ তারা কিছু নাহি বলে ।
এইভাবে লোক মরতে মরতে হলে একদিন শেষ
ফাঁকা দেশে শাসন করবে গরু-মহিষ-মেষ ?