চ-দিয়ে হয় চুড়ই পাখি
চ-দিয়ে হ্য় চোর
পরের ধনে পোদ্দারিতে
দু'জন বাহাদুর।


চালাক বুঝি আকার দিয়ে
যার আছে কুটচাল
সঙ্গীতে আর রয়না মজা
কেটে গেলে তাল।


চুরি লিখতে চ-য়ের নিচে
দিতে হবে সীট
ব্যালেঞ্চসীটের নিচে থাকে
লাভ-লোকসানের নীট।


চূড়ায় উঠতে সিঁড়ি দিয়ে
চ-কে করো দাঁড়
বন্যা এলে বানের তোড়ে
ভাঙে নদীর পাড়।


চিল ছুটে যায় বিলের পানে
করতে শিকার মাছ
নৃত্যকলার মুদ্রা ছাড়া
হয়না ভাল নাচ ।


চীবর দানে উৎসব করে
ভীক্ষু-কে দেয় দান
বেফাঁস কথায় ঘাটতি পড়ে
জ্ঞানী লোকের মান ।


চৈতী হাওয়ায় ভর করে 'চ
পিছে তুলে পাল
অম্ল-মধুর পাকা কুলে
বদল করে কাল ।


চৌকিদারের হাতে লাঠি
মাথায় পরে তাজ
ব্যঞ্জন বর্ণে চ-য়ের বাজার
চ-করে স্বরাজ।


অনুস্বার এক যুক্ত করে
চ-করে ভংচং
চুদুর-বুদুর সংসদে পাশ
মোটেও নয় রঙ(Wrong)।