খুঁজে গেলাম অলিগলি, পেলাম নারে তোরে
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।


ছুটছে মানুষ ছুটছে গাড়ি
কে দেবে কার আগে পাড়ি
ধাক্কা খেয়ে হঠাৎ দেখি ছিটকে গেছি পড়ে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।


রাজপথে নয় গাড়িঘোড়া
হাঁটছে মানুষ জোড়াজোড়া
চাইলে কী আর পাইরে তোরে লাখো লোকের ভীড়ে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।


বাসের ভেতর চাইয়া দেখি
উঠানামায় ধাক্কা-ধাক্কি
সেই চেনামুখ ঢেকেরে তুই রইলি বোরখা পরে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।


ইট-পাথরের ইমারতে
খুঁজতে গিয়ে গভীর রাতে
পরকীয়ার ঝগড়া শোনে নেমে এলাম ডরে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।


জটধারী এক সাধু বাবা
কয় ইশারায় শোনরে হাবা
শান্তি বেগম গেছে যে তোর ওলাউটায় মরে।
ক্যামনে মানুষ, বাস করে এই ঢাকা শহরে।।