ভাদ্র-আশ্বিন কাশের ফুলে
হাওয়ায় তুলে পাল
শরতের রূপ অপরূপে
বিছায়ে যায় জাল ।


কার্তিক আর অগ্রাহায়ন মাস
জলে পড়ে টান
হেমন্তেতে গেরস্থের সুখ
গোলা ভরা ধান ।


পৌষ আর মাঘে আনন্দভর
পূজা আর পার্বণ
শীতের আমেজ সর্দি কাশি
গায় উঠে কাঁপন ।


চৈত্র-ফাল্গুন ঋতুর রাজা
যৌবনেরই স্বাদ
বসন্ততে প্রকৃতি পায়
জীবনের আস্বাদ ।


বৈশাখ-জ্যৈষ্ঠ আম-কাঁঠালে
জামাই-ষষ্ঠীর ডাক
গ্রীষ্মকালে বজ্রনিনাদ
আকাশ ভাঙা হাঁক ।


আষাঢ়-শ্রাবণ ভারী বর্ষণ
টলোমলো জল
বর্ষাকালে নাইওর যেতে
বধু করে ছল ।