অধরায় সাজায় পৃথিবী
আশায় করিয়া ভর
অবিনশ্বররূপে নশ্বর পৃথিবী গড়ে নি অধিশ্বর ।


সংগ্রাম সহিষ্ণুতায়
কল্পনাহীন ভয়াবয়তায়
ডিগবাজী খায় আমার সজারু  মন ।
ক্ষণিক ফানুস
তাচ্ছিল্য নশ্বর ধরা
অলীক স্বপ্নে সবাই বিভোর-
পরাম্পরায় সতত নৈকট্য কিংবা দূর।


এখানে ঘুমোয় না নদী
স্রোত ছুটে কলকল
স্বপ্নেরা ছুটে যায় হু হু দাবানল।
অমোঘ নিয়মে বাঁধা-
সুতোকাঁটা ঘুড়ি
লাল নীল আকাশি রঙে সপ্ত আসমান জুড়ি ।


দুরন্ত কিশোর, ছুটে না পিছু
স্তব্দ ঘড়ির কাঁটা-
নিশ্চল আঁখি-
যেন জং ধরা সুতো


রঙধনু রং ঘুড়ি
ফের উড়ে যায় চমকায়; ক্লান্তিতে যেন খানিক বিরতি ।
এভাবেই খেলা চলে
আসা আর যাওয়া
খালি হাত।
চাওয়া না পাওয়ার উৎপাত-পরিনতি।
হার মানা অপূর্ণতা যেন শ্বাশত জীবনের অমোঘ নিয়তি ।