বিরান ভূমিতে আচমকা এক পশলা বৃষ্টিতে
তৃষ্ণার্ত কাকেরা মেতে উঠে সব ফুর্তিতে
পাখিদের পূনর্মিলন হয় উৎসবের আমেজে
জঠরে ক্ষুদা নিবারণ উৎসব রয় কৃষ্টিতে ।


পাহাড় টিলায় ঘেরা নিঝুম পল্লীতে জাগিয়া
সবুজ গাছালি উল্লাস গায়েতে রং মাখিয়া
দৃষ্টি কাড়েনা তবু লাগেনা বাজেনা সুর
অসহায় অবলায় উঠে সহসা হাসিয়া ।


অন্তরে কল্পিত বাসর পসরা পাঁপড়ি হাতে
প্রতিক্ষার প্রহর গুণে বসে নিভৃ্ত রাতে
স্বপ্নের অপ্সরী মিলে করে মেলার আয়োজন
ধমকা আচমকা দক্ষিনে বয় অবহেলাতে।


গাঁথা মালা ছিঁড়ে পড়ে ফুলেরা অসহায়
পাড়ভাংগা নদী ছুটে চলে আপন মহিমায়
যোজন দূরে হাতছানি চেয়ে থাকে স্বপ্নেরা
প্রচেষ্টা জাগ্রত হয় বাসর সাজায় কল্পনায়।