আবার আসিবে ফিরে
ধানসিঁড়ি নদীটির তীরে
এই বাংলায়-
উৎফুল্ল চিত্তে সেদিন বলেছিলি–জীবননান্দ দাশ ।
এসোনি বলে নিরাশ হয়োনা কবি
এই বাংলা আজ জীবনের পরিহাস
যত্র-তত্র যেখানে সেখানে। কিংবা-
তোমার প্রিয় ধানসিঁড়িতে দেখতে পেতে
ভেসে ফিরছে মানুষের তৈরী মানুষের লাশ ।


নিয়তির কাছে জানিও না তুমি
কোন ফরিয়াদ
এখানে এখন জীবন মানে ক্লান্তি আর অবসাদ।
আবার আসিলে তুমি দেখিতে হেথায়-
তোমার প্রিয় নদীর জল, টকটকে লাল
স্রোতস্বিনী আজ বন্ধ্যা কচুরীপানার জঞ্জাল ।


নৌকোয় তুলে এখন কোথাও
লাল, নীল কিংবা তোমার আদুরে সাদা ছেঁড়া পাল
কিংবা কেউ টানে না আর দাঁড়
এখানে আজ কেউ নয় কার ।


ঘুঙুর পায়ে সেই কিশোর ডিঙি নায়ে
আজ আর নেই
বাল্য-বিবাহের পিঁড়িতে বসে
কবেই সে হারিয়ে ফেলেছে জীবনের খেই ।


আর করো না কোন আশপাশ
যেখানেই থাকো, শান্তিতে থেকো
জীবন এখানে শুধুই পরিহাস ।


আবার আসিবে ফিরে
ধানসিঁড়ি নদীটির তীরে
এই বাংলায়-
সেদিন বলেছিলি–রূপসী বাংলার কবি জীবননান্দ দাশ ।