ভালবাসার ভাব জানি না
জানি না পরিচয়,
হাতেতে হাত রাখলে কী আর ভালবাসা হয় ।।


ভালবাসা স্বপ্ন বাসর
স্বপ্ন সুখময়
ঘুম ভাঙিয়া উঠলে জেগে আবেশ পড়ে রয় ।
হাতেতে  হাত  রাখলে কী আর ভালবাসা  হয় ।।


মন দোলানো প্রেম জোয়ারে
জীবন মধুময়
সাপের বিষ ঝাড়-ফুঁকে নামে ভালবাসা নয়।
হাতেতে  হাত রাখলে কী আর ভালবাসা  হয় ।।


ভালবাসার হয়না ইতি
দ্যুতি চিরন্ময়
নদীর খেলা ভাঙা-গড়া প্লাবন কী্সের ভয়।
হাতেতে  হাত রাখলে কী আর ভালবাসা  হয় ।।


ভালবাসা সর্বনাশা
দুঃখো অতিশয়
কয়লা যেমন ইট পুড়িয়ে মাটি করে  ক্ষয়।
হাতেতে  হাত রাখলে কী আর ভালবাসা হয় ।।