ও সই বাড়সনে আর দায়
ইতোমধ্যে পাগলখ্যাতি লাগছে আমার গায় ।।


ধ্যানে মেলে স্রষ্টারই রুপ
ভাবে দিলে ডুব
বাঘ শিকার করিতে লাগে ছাগলছানার টোঁপ।


ও সই বাড়সনে আর দায়
ইতোমধ্যে পাগলখ্যাতি লাগছে আমার গায় ।।


মুক্তা মেলে সাগর তলে
খনির তলে হীরা
হাজারো ঔষধি গুণ ধরে কালো জীরা ।


ও সই বাড়সনে আর দায়
ইতোমধ্যে পাগলখ্যাতি লাগছে আমার গায় ।।


নিরঞ্জন পাই সাধনাতে
ভজন করলে তার
ভাল-মন্দ বৃথা খুঁজি বৃথা এই সংসার ।


ও সই বাড়সনে আর দায়
ইতোমধ্যে পাগলখ্যাতি লাগছে আমার গায় ।।