লোকে বলে ফুল পবিত্র
কেমনে সেটা হয়
ফুলের উপর বসে দেখি
কীট-পতঙ্গ রয়।


তবে কী হয় কীট-পতঙ্গ
পবিত্রতার রূপ
প্রজাপতির বেল্লাপনা
মক্ষী খুঁজে স্যুপ।


পবিত্রতা আসে ফুলে
পড়লে বেদীর গায়
ভালবাসার প্রতীক স্বরূপ
চুলে শোভা পায়।


চরিত্র যাই ফুলে মেপে
লাগে ভয়ঙ্কর
হয় কী সে এক ফুলের বোঁটা
নয় কী সে তস্কর?


ফুলের সাথে চরিত্রটা
হয় না মানানসই
মিথ্যে তবু ফুলের মত
বলতে কেন রই ?  ছি !