নূপুর বাজে ঘুঙুর বাজে
আলতা রাঙা পায়
উপচে পড়া রূপের নদী
বইছে সারা গাঁয়।


বাজছে বাঁশি দিচ্ছে উলু
শাঁখে তুলে সুর
নৌকা চড়ে আসছে দেবী
ভেসে সমুদ্দুর।


ছুটছে যেন সুখের হাওয়া
রাঙা সবার মন
স্বর্গ-নরক উথাল-পাতাল
বাতাসে শনশন।


আসছে দেবী নাইওরীতে
দিতে সবে বর
দোলায় চেপে যাবে ফিরে
মানস সরোবর।


শিবালয়ে স্বামীর বাড়ি
শান্তি সুখে রয়
দূর্গতি নাশ করতে দেবী
আসছে লোকালয়।


ফিবছর এই মর্তে আসা
হয়না দেবীর রদ
অসুর তবু রয় বহালে
হয়না অসুর বধ।