এই শারদীয় সন্ধ্যায়
বৃষ্টিস্নাত কোমল হাওয়ায়
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।


শাওন বৃষ্টিঝরে
আসিলে প্লাবন
অধরা আবেগ মম,মানেনা বারণ
তাই বুঝি লাগে অসহায়।
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।


ঝুমঝুম বৃষ্টির অবিরাম ধারা
উষ্ণতা খুঁজে নিতে হই দিশেহারা
হ্নদয় পরশ ছোঁয়
মম জানালায়।
কে তুমি দাড়িয়ে ঐ তমাল ছায়ায়।।


টপটপ বারিষণ
হ্নদয়ে লেগে
স্বপ্নীল আবেশে মন পুড়ে অনুরাগে
আঁধার হারায় রূপ এই জলসায়।
কে তুমি দাড়িয়ে ঐ তমাল ছায়ায়।।


জলফোটা চুল ছুঁয়ে
এক নিমিষে
ভূবন ছাড়িয়ে যেন আকাশে মিশে
বৃষ্টি বুঝেনা মন  নেয়না তো দায়।
কে তুমি দাঁড়িয়ে ঐ তমাল ছায়ায়।।
এই শারদীয় সন্ধ্যায়।