মৃতের সাগর ডেড সী-র তীরে দাঁড়িয়ে শুনি-
অতৃপ্ত আত্মার ক্রন্দন
লুতের সতর্কবাণী-সাবধান !
সে যুগের মত আজও কোন কাজে আসেনাঃ
কেউ নেয়না কানে।


অহমিকার আতিশয্যে ভরা
পিরামিড়ের পাশে দাঁড়িয়ে শুনি-
সাবধান ! কবর খুঁড়োনা-নিঃবংশ হবে।
তবুও মাটির গভীর থেকে তুলে আনছে রাজ-রাজড়াদের কঙ্কাল।
সে যুগের মত আজও কোন কাজে আসেনাঃ
কেউ নেয়না কানে।


রূপের রাণী ক্লিওপেট্রার অসমাপ্ত
কামনার আগুনে পোড়া সিজারের কুঁকড়ানো দেহ
কিংবা অধুনা নন্দিত
মেরোলিন মনরো-র পুঞ্জিবিত বাসনা।
সে যুগের মত আজও কোন কাজে আসেনাঃ
কেউ নেয়না কানে।


তাজমহলের পাশে দাঁড়িয়ে শুনি-
কারা প্রকোস্টে বন্দী শাহজাহানের আত্মার বিলাপ।
প্রেমের সৌধ অট্টালিকা নয়
যেন মর্মর পাথরে গড়া প্রেমের সমাধি।
নতশীরে চারপূত্র-
দারা,সুজা,মুরাদ আর আওরঙজেব
সে যুগের মত আজও কোন কাজে আসেনাঃ
কেউ নেয়না কানে।


আমি অনুশোচনার সমাধি গড়ে ফুল দেই
আত্মপোলব্ধির উন্মেষ হয়না তবুও
অপমৃত্যুর বেষ্টনি ছিঁড়ে ফিরে আসে প্রেতাত্মা হয়ে
পেয়ে যায় পুনঃর্জীবন।
আবারও উপেক্ষিত সেই নির্মুঘ সতর্কবাণী।


সে যুগের মত আজও কোন কাজে আসেনাঃ
কেউ নেয়না কানে।