ধবংস পরে সৃষ্টি আসে
বদল হয় পালা
নোবেল পেয়ে গর্বিত আজ
ছোট্ট মালালা।


তালেবানি ধবংসলীলা
অতি ভয়ংকর
কিশোরী এই পাকিস্তানির
শাপে হলো বর।


কম বয়সে নোবেলজয়ে
হয়ে পথিকৃৎ
সংকল্প আর স্থিরচেতনায়
হলো উপকৃত।


বিশ্বজুড়ে প্রতিবাদী
এক মালালার নাম
করতে কতল তালেবানীর
ঝরে গায়ের ঘাম।


সত্য-ন্যায়ের পথে থেকে
জয় করিলে ভয়
সাফল্য তার দেবে ধরা
হবেনা তার ক্ষয়।