ডাকবাক্সের ঐ লালঘরে আজ
চড়ুই পাখির বাস
কচি ছানার গন্ধ পেয়ে
সাপ করে ফোঁসফাঁস।


ডাকহরকরা আয় না খুঁজে
ধরছে গায়ে জং
লতাগুল্মে আচ্ছাদিত
লাল টুকটুকে রং।


এই তো সেদিন ভরতো পেটে
কত রঙের খাম
রোগ-বালাই আর প্রেম-পিরিতি
চিঠির নানান নাম।


বাক্সেতে যাই ফেলে চিঠি
গুনতো বসে দিন
আসবে পিয়ন আসবে চিঠি
ঘুচবে মনের ঋণ।


ছুটতে গিয়ে স্বার্থ পিছু
খুঁইছে উহার মান
লোভ-লালসায় দিচ্ছি বলী
জাতির প্রতিষ্ঠান।