ডাকোরে নাম প্রভূ আমার রাব্বুল আলামীন
ভাবোরে মন এই দুনিয়ায় থাকবে কতদিন।


দেহের বাতি ফানুস হায়রে
আঁধারে না জ্বলে
মন পবনে বাদাম উড়ায়
অটোমেটিক কলে।
কোন ঘড়িতে ফুটবে ফানুস হইবেরে অচিন
ভাবোরে মন এই দুনিয়ায় থাকবে কতদিন।


এ/সির বাতাস হয়রে হাওয়া
পড়ে লোডশেডিং
এম/বিতে কম পড়লে কি আর
যায় করা চেটিং।
চেষ্টাতে আর হবেনারে অনলাইনে লগইন।
ভাবোরে মন এই দুনিয়ায় থাকবে কতদিন।


ছেঁড়াজালে আটকেনা মাছ
ফিশারি বা বিলে
প্রেম সাগরে সাঁতার ছাড়া
প্রেম কি কভূ মিলে।
পড়বেরে মাছ মনের জালে ঠুকিলে আলপিন
ভাবোরে মন এই দুনিয়ায় থাকবে কতদিন।


বালুচর শাহ ভাবে মনে
পাবেনারে পাসওয়ার্ড বিনে
সেই সার্ভারে ঢুকতে করো
কলেমায় সাইনইন।
ভাবোরে মন এই দুনিয়ায় থাকবে কতদিন।