ছেঁউড়িয়ায় শোন বাদ্য বাজে আধ্যাতিক আবেশে
কে কে তোরা যাবিরে আয় সাঁই লালনের দেশে।।


ঘুমায় লালন শান্তি সুখে
ছেঁউড়িয়ার মাজারে
চেতন হারাইয়া ভক্ত
খুঁজে ফিরে তারে।
গেরুয়া বসন লালন সেজে ঘুরছে ফকির বেশে।
কে কে তোরা যাবিরে আয় সাঁই লালনের দেশে।।


ফকির লালন পায় না পানি
থাকতে নদী যমনা
আপন খুঁজে পেতে বলে
খুলরে মনের আয়না।
একবারও তার পায়নি দেখা বলছে লালন শেষে।
কে কে তোরা যাবিরে আয় সাঁই লালনের দেশে।।


আখড়াতে দেখ বাউল ফকির
হাজার আশিকান
ভাব দরিয়ায় সাঁতার কেটে
করে তার সন্ধান।
প্রেম দরিয়ায় ঢেউ উঠেছে বাতাসে যায় ভেসে।
কে কে তোরা যাবিরে আয় সাঁই লালনের দেশে।।


ছেঁউড়িয়ায় শোন বাদ্য বাজে আধ্যাতিক আবেশে
কে কে তোরা যাবিরে আয় সাঁই লালনের দেশে।।