নিরক্ষর সে লোকেরে কয়
যে চেনেনা বর্ণ
সবই দেখে সবই শুনে
আছে চোখ আর কর্ণ।


সাক্ষর জানা লোক জানেনা
বর্ণ পরিচয়
টিপদাতার চে অনেক বড়
গর্ব করে কয়।


অশিক্ষিত কাকে বুঝায়
বোধগম্য নয়
সে কি বিদ্যা, নাকি কর্ম
মাপকাঠি কি হয়?


শিক্ষিত লোক কখন বলি
কত বিদ্যার ফল
পুঁথি-পুস্তক, ডিগ্রী অর্জন
নাকি জ্ঞানের বল?


অশিক্ষিত আবার গালি
লোকে শুনি বলে
নিরক্ষর-শিক্ষিত-সাক্ষর
তিন দেখি এক দলে।