যমদূতের যখন-তখন উৎপাতে
আতঙ্কিত নগর জীবনে
হিসেবের খাতায় মরীচিকা।
এই যাপিত জীবনের সাধ-আহলাদ
নিরানন্দের দ্বন্দ্বে
সীমাহীন ক্লান্তিতে অট্রালিকাসম বিভীষিকা।


এখানে জীবন মানে-
যাযাবর জীবন,
পাঁচমিশালি ভোগের নৃতাত্বিক অভিলাষ।
অংকের হিসাবে,
জমার খাতায় জমা মাত্র পাঁচসিকা।
এখানে আদিম তৃষ্ণা-
আর বিচ্যুত চক্ষুলজ্জায়
পড়ে রয় আধুনিক সুসভ্য জাতিস্বত্তার
আর্কিটেকচারিয়েল রুপরেখা।


ভাবনার তন্ত্রীগুলো হাতুড়ির আঘাতে
ক্ষত-বিক্ষতঃ
তার ছিঁড়ে গেছে অনেক আগে। তাই-
ওস্তাদ বিসমিল্লাহ খাঁর বীণাতেও
কোন সুর উঠেনা অনুরাগে।


এখানে জীবন মানে-
বিলাসী জীবন
অর্থহীন-অপ্রয়োজনীয় আপন-পর।
স্বভাবত তাই উপেক্ষিত রক্তের বন্ধন।