পাঁচ রানে বা ছক্কা মেরে
অষ্টভূজার দল
তালে তালে মিলে মিশে
ছুটে অবিচল ।


বাঁক নিলে এই অষ্টভূজার
পঙক্তি উড়ে যায়
সুরের বাঁধন ছিঁড়ে ভূজার
মরণ লাগে গায়।


স্বরবৃত্তে ছন্দ ছুটায়
বাউন্ডারি হাঁক
হাসিরা খায় লুটোপুটি
চোখে লাগে তাক।


চার রানেতে ছ্ন্দ ঘোড়া
নুপুর বেঁধে পায়
ষোলকলা পূর্ণ হলে
তবে ফিরে চায়।


তাল-লয়েতে বোলিং করে
অন্তমিলে ভর
শব্দ পিচে স্পিনারকে আর
কেন রাখিস ডর।