এক যে ছিল জল পরী
সোনা পরতো তিনভরি।
করতো যে বাস জলেতে
দেখতোনা কেউ ফলেতে।
রূপ ছিলনা সেই পরীর
রাখতো ঢেকে তাই শরীর।
ডাঙ্গাতে সে উঠতো না
দিতো সাঁতার জুড়ে পা।
জলে করতো কুমির বাস
ঘটলো একদিন সর্বনাশ।
দেখে কুমীর পরীর রূপ
রইলোনা সে সেদিন চুপ।
ভাঙলো ধরে পরীর ঘাড়
ছুটলো নিয়ে ঘরে তার।
ছড়ার কথা মজার হয়
জলে কি আর পরী রয়।
কুমির করে জলে বাস
কুমির ছানা হচ্ছে চাষ।
থাকতো যদি পরীর ছা
ধরে লোকে পোষতো তা।
স্বপ্ন পূরণ হবার নয়
হোকনা তবে ছড়ার জয়।