দ্বন্দ্ব পোষে রাখলে মনে
বিষফোঁড়াটা বাড়ে ক্ষণে।
বিষের জ্বালায় অহর্নিশে
গাড়ির চাকা যেন পিষে।


স্বস্তি মিলে আলোচনায়
আসবে গতি স্থবিরতায়।
জীবনটাতো ফেলনা নয়
চেষ্টাতে কে বিফল হয়।


নিজের পায়ে দিয়ে বেড়ি
মিছে কেন করছো দেরী।
দোষ-ত্রুটিটা রেখে ঢাকা
চালাও তবে জীবন চাকা।


গণনার দিন ফুরায় যাবে
অবসর তুই অনেক পাবে।
যেদিন যাবে কবর গুহায়
কেউ হবেনা সেদিন সহায়।


ভাল কাজটি করলে পরে
সুনামটা সে রাখবে ধরে।
নাইবা সেদিন রইলে ভবে
তবুও গান গাইবে সবে।