রোজই লিখি কেনো লিখি
কবিতা গল্প
সত্যের অপলাপ হয়তোবা
হয় সবই কল্প।


কাঁটাতার সীমান্ত পিলার
দেখে একদণ্ড
কলমের খামচায় যায় করে
খণ্ড-বিখণ্ড ।


সময়ের তরীটি বেয়ে
খুঁজ করে পন্থা
আকাশ পাতাল মর্তলোকে
শব্দেরই খন্তা ।


হলে শেষ একদিন বিশ্ব
সব হবে পণ্ড
হাতে তবু দেখা যাবে
কবিতার খণ্ড।