এয়ারপোর্টের চাকরি যেন
সোনার বারে মোড়া
পিয়ন-সুইপার অফিসারে
পরস্পরের জোড়া।


কখন মেলে সিটের নীচে
কখন করিডোরে
কখনোবা হাওয়ায় ভেসে
যায়বা অনেক দূরে।


টয়লেট ভরে সোনার বারে
হাগা-মুতার সাথে
মহা খুশি সুইপার ক্লিনার
তুলে আনে হাতে।


বিমানবন্দর চোরাচালান
গৌরীসেনের মতো
এমদাদ হোসেন বন্ধ হলে
থাকবে হয়তো কত।


আলাদিনের প্রদীপ ছোঁয়ায়
বাড়ি গাড়ি টাকা
কে আছে যে নির্বোধ এমন
রাখবে পকেট ফাঁকা।