সৃষ্টি তত্বের ভাব বুঝা তোর নয়রে এত সোজা
পুরুষ করে কলঙ্ক আর নারী বয় তার বোঝা।


নারী-পুরুষ দুই-ই সৃষ্টি
একই খোদার দান
দুই হ্নদয়ে রাখছে ভরে
পরস্পরের টান ।
ফুল ছাড়া কি বেদী সাজে হয় কি কোন পুজা
পুরুষ করে কলঙ্ক আর নারী বয় তার বোঝা।


একা আদম নিয়ম বিধি
চলতো মেনে সব
হাওয়ার প্রেমে মন মজিলে
বাড়লো কলরব।
বেহেস্ত হতে দুনিয়ায় এসে করলো কত খোঁজা
পুরুষ করে কলঙ্ক আর নারী বয় তার বোঝা।


রাধার প্রেমে ধ্যান ভুলিয়া
কৃষ্ণ ভগবান
বস্ত্রহরণ করে ঋষি
গড়ে উপাখ্যান।
রূপের ঝলক দেখে কেবা থাকতে পারে রোজা
পুরুষ করে কলঙ্ক আর নারী বয় তার বোঝা।


কেউ থাকেনা কাউকে ছেড়ে
একই নদীর কূল
আদম থেকে চলছে দেখি
একই সমান ভুল।
বালুচর কয় সেই ভুলে আর চলবে কত সাজা।
পুরুষ করে কলঙ্ক আর নারী বয় তার বোঝা।