সহস্র ক্রোশ দূরে, বহুদূরে আলোকবর্ষ পরে।
যেখানে প্রতীক্ষায়-
অনাবৃত তমসায় কোটি কোটি তারারাশি
সারিসারি ঝলমলে রোদ, জোছনাস্নাত রাতি
সেখানে দাঁড়িয়ে বলতে চাই-
আমি তোমায় ভালবাসি।


অবিশ্বাসের খেয়া নৌকোয়
আর কত পারাপার
প্রত্যাশায় শুধু নির্মল পরিপাটি একটু আলো
নৈব্যাক্তিক প্রশ্নপত্র সমাধানে
নিঃষ্ফল কালক্ষেপন বৃথা চিন্তা
জৈবিক ক্ষুধা নিবারণ সমাপনে
ক্লান্তিতে ঠাঁয় দাঁড়িয়ে পৌরাণিক আচার।


আকাশে এখন
অবসন্ন চাঁদের অনুজ্জল রশ্মি
যেন যুদ্ধ ফেরত পঙ্গু বীর সৈনিক
ন্যুজ প্রাক্ষলিত শিরদাড়া।
এবার নতজানু হও
শোন, অযুত দূরত্ব থেকে ভেসে আসা সর্বকালের শ্রেষ্ট বাণী
আমি তোমায় ভালবাসি।
তবুও ভালবাসার নির্যাস চুষে ভালবাসা থেকে যায়
ভালবাসার স্বদেশ ভূমে আজন্ম পরবাসী।