১)
প্রশ্ন ফাঁসের দোষ দিতেছো,দাও দিতে যা পারো
অপরাধ কি শুধুই আমার গাফলাতি নেই কারো?
কোথায় তালা,কোথায় চাবি খাঁড়া এক আলমারি
পদ্ধতির দোষ না খুঁজে ক্যান বৃথা বুলি ছাড়ো ।
২)
এক দলে যায় প্রশ্ন লিখে,যাচাই আরেক দলে
নিরাপত্তায় ব্যাঘাত ঘটে হয়তো ইহার ফলে।
ভূত বসে রয় ছাপাখানায় জনগণ তা জানে
পড়বে ধরা ভূতের রাজা ঠিক বিতরণ হলে।
৩)
নির্দেশনা যদি থাকে পাশ করে দাও সবে
প্রশ্ন ফাঁসের বৃথা দোহাই দিচ্ছো কেন তবে।
শুধুই সনদ পন্থা ছেড়ে আসল কাজটি করো
নইলে জাতি যেথায় ছিল সেই তিমিরে রবে।