ভালবাসার রঙিন কাগজে মোড়া
বিজয় মিছিল।
স্বপ্নের বাগানে কাঠ-বিড়ালির কাটুর-কুটুর
নির্ঘুম পাহারাদারের ক্ষীণ কন্ঠে-
খবরদার ! তবুও
সান্ত্বনার রুগ্ন পথ খরস্রোতা পিচ্ছিল।


বিজয়মাল্যে ভূষিত আকাশের তারা
তবুও মর্তে ফিরে বারেবারে
অশরীরি প্রেতাত্মারা।
লোনাজলে রক্তিম নদী
বিজয়ের টগবগে জবাফুল তবু রয় ম্রীয়মান
অসুর নৃত্যের দামামা
বাকরুদ্ধ-শৃঙ্খলিত জ্যোতিষ্মির নক্ষত্রলোক
দৈবাৎ নীলজল
কোথাও হয়না তাই প্রতীয়মান।


শান্তির সুবাতাসে বরফাচ্ছাদিত উত্তর মেরু
নির্জন দক্ষিণ সীমানা
বিষুবরেখার বেষ্টনীতে দেখি-
আর্য আর ক্ষত্রীয়ের বাঁচা-মরার আরাধনা।


ভালবাসার রঙিন কাগজে মোড়া
বিজয় মিছিল
সান্ত্বনার রুগ্ন পথ যেন, খরস্রোতা পিচ্ছিল।