ভাবনায় কবিতায়
কত রবে পড়ে
জন-দরদী, দেশ-দরদী তুমি বীরাঙ্গনা ?
জেগে ওঠো, মুষ্ঠিবদ্ধ করো হাত
সময় এসেছে করে যাও প্রতিঘাত।


যন্ত্রণার অবিনাশী জীবন,
বন-বাঁদাড়ে লোকচক্ষুর অন্তরালে
শুধু ঘাস ফড়িংয়ের দলছুট উড়া
প্রজাপতি বদলায় পাখার রঙ
গাছে গাছে প্রস্ফুটিত ফুল
হাস্নাহেনা, রজনীগন্ধা কোথাও জবা ফুটে রক্তিম
সময় এসেছে ফুটাও এবার হিস্যার হুল।


প্রসব বেদনায় সূর্যের আলো
প্রান্তিক কারুকার্যে রাতের আকাশ
দোয়েল, শালিক মাছরাঙা কোণঠাসা
ভিনদেশী শকুন খাবলে খেয়েছে গতর।
সম্ভ্রম নিয়েছে অনেক আগেই লুটে
শ্লীলতাহানি ফিরবে না ভোটে।
তবুও-
অচ্ছুতের শয্যাসঙ্গী হবে কেন নিরন্তর।