এ দেশ গড়েছে কামার-কুমার
শ্রমিক-মজুর, জেলে তাঁতী
সম্বিলিত মিলনস্রোতে আমরা মহান
বীর বাঙালি জাতি।


সাওতাল,মঙ-মুরঙ্গ,মারমা-চাকমা-টিপরা
খাসিয়া গারো
আমরা বলীয়ান
আমরা ধারিনা ধার কখনো কারো।


এ দেশ গড়েছে বেদ-সাপুড়ে
ভূখা-নাঙা চাষি
তিরিশ লক্ষ শহীদ বুকের রক্ত
দিয়েছে ঢেলে বাংলাকে ভালবাসি।


এ দেশ গড়েছে ছাত্র-শিক্ষক-জনতা
মৃত্যুকে আলিঙ্গনে যারা
করেনি কখনো কোন ভনিতা।


এ দেশ কখনো করেনি কোন শত্রুকে ভয়
ছিনিয়ে এনেছি বিজয়
চুরমার করেছি দুশমনের দম্ভ
আমাদের শৌর্যে বিশ্ব হয়েছে স্তম্ভ
শত্রু করেছি আমরা পদানত
হানাদার হয়েছে আমাদের কাছে বারবার পরাজিত।


আমাদের ভাষা আমাদের মান
অ আ ক খ ফিরিয়ে এনেছি আমরা
দিয়েছি যথাযোগ্য সম্মান।
আমাদের গর্ব হাজার বছরের ইতিহাস
আমরা হইনি ভাগ্যের যাত্রী
আমাদের রয়েছে ঐক্য আর উদাহরণীয় মৈত্রী।
আমাদের দেশ আমাদের অভিলাষ
আমরা বারবার করি শ্ত্রুর শক্তিকে পরিহাস।