খুর্শিদ আলীর বয়স আশি
লক্কর-ঝক্কর দেহ
রসের হাঁড়ি ভাঙতে জুড়ি
তল্লাটে নেই কেহ।


গল্প-গুজব রঙ-তামাশা
গাঁয়ের খবর যত
অনায়াসে খুর্শিদ আলী
বলেন অবিরত।


কার বাড়িতে কোন যুবতী
ভাসাই দেহের ভেলা
মিষ্টি মধুর চাঁদনি রাতে
জমায় প্রেমের খেলা।


কোন রুপসীর রূপ দেখিলে
মাথা যাবে ঘুরে
যৌবনের এই গান শুনে কে
থাকতে পারে দূরে।


আজ বেঁচে নেই খুর্শিদ আলী
দেখায়না কেউ মায়া
প্রেম-ভূবনে ঘুরে বেড়ায়
খুর্শিদ আলির ছায়া।