লেবদা-লুবদা মিঠাইর ডালা
দেখি নাতনীর মুখ
পুয়ার বউরে ডাকি কইলা
লাগাই দিলায় দুখ।


পয়লা-পরতম পুয়ার ঘরো
চাইলাম নাতি হোক
কান তাকি ই মেখরি আইলো
ভাঙি দিলায় বুক।


পালি-পুছি বড়ো করি
দিতে জামাইর ঘর
উগার ভরা টেকা লাগবো
আইলে তেমন বর।


ইতাদিন আর নাই গো মাইজী
যৌতুক যাওয়া পাপ
থানা-পুলিশ ধরি নিয়া
ডাকাই দিবো বাপ।


(সুপ্রিয় ব্লগারদের বোধগম্য হওয়ার জন্য আঞ্চলিক থেকে প্রচলিত বাংলায় নিচে ছড়াটি লিখে দিলাম।)


(স্বাস্থ্যবান আর ফর্সা বদন
দেখে নাতনির মুখ
বউমাকে কয় ডেকে দাদি
লাগলো মনে দুখ।
ছেলের ঘরে প্রথম ছাওয়াল
চাই সে নাতি হোক
কোত্থেকে থেকে এই মেয়ে এসে
ভেঙে দিলো বুক।
যত্ন-আত্তি করে তাকে
যেতে স্বামীর ঘর
লক্ষ টাকা চাইবে নিতে
আসলে বাড়ি বর।
সেদিন দেশে নেই গো মা আর
যৌতুক চাওয়া পাপ
থানা পুলিশ ধরে নিয়ে
ডাকাই দেবে বাপ।)