বিনিদ্র কবিতার বর্ণমালায়
রাতজাগা ক্লান্তির ছাপ
রাজপথ-জনপদ লোকালয়ে বারুদের গন্ধ
পৈশাচিক আয়োজনে ব্যস্ত কর্মজীবন
শ্বাসরুদ্ধ ঘড়ির কাঁটায় অভিশম্পাত
অভিশপ্ত অভিশাপ।


নিশ্ছিদ্র অলিন্দে বিকলাঙ্গ কবিতার পঙক্তি
ধাত্রীর হাতে প্রাণহীন মাংসপিণ্ড
খেয়ালী বিভূর ক্রোড়হাসি
আসমানে রক্তের দাগ
খালি পড়ে বাজারের থলে
শনির বেদীতে তবুও দিয়ে যাই ফুল,
সতত গদগদ ভক্তি।


শশব্যস্ত নটরাজ
উন্মাদনায় চোখে-মুখে বহ্নিশিখা
রক্তস্রোতে বহমান
আধুনিক মানুষের তৈরি পরিখা।


ঠাঁই নেই ঠাঁই নেই
বসিবার স্থান নেই
অচলায়নের শেষ নেই
আড্ডার লেশ নেই
শব্দের প্যাঁচালি তুমি ধর্ষিতা
মর্গে তোমার বেওয়ারিশ লাশ
ক্লান্তিতে ন্যুব্জ, ধরাশায়ী তুমি শক্তিমান কবিতা।